জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে দলে দলে দিরাই উপজেলা গণমিলনায়তনে সমবেত হন। পরে বেলা ২টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন দিরাই শাল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, হাওরাঞ্চলে বর্তমানে যাতায়াতের দুরবস্থা থাকা সত্ত্বেও আপনারা দূরদূরান্ত থেকে আজকের মিছিলে অংশ নিয়েছেন-এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে, দিরাই-শাল্লার মানুষ এখনো ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ। বিগত ১৭ বছর দলের জন্য নির্যাতন-নিপীড়ন সহ্য করা কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সেই কষ্টের অবসান ঘটবে। খুব শিগগিরই দিরাই-শাল্লা আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা হবে, আর আমাদের লক্ষ্য হবে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করা। তিনি আরও বলেন, আজকের এই ঐতিহাসিক মিছিল দিরাইয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জনগণের ভোটে বিএনপি পুনরায় ক্ষমতায় আসবে এটি এখন সময়ের অপেক্ষা মাত্র।
মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।