রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট ৬ আসনে এমরান চৌধুরীর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

শনিবার (৯ নভেম্বর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে পবিত্র মাজারে উপস্থিত হয়ে মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় মোনাজাত করেন। এ সময় তিনি প্রতিজ্ঞা করেন, জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য সকল প্রকার চেষ্টা অব্যাহত রাখবেন।

জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, আল্লাহর রহমতে ও জনগণের দোয়া-আর্শীবাদ নিয়ে আমি নির্বাচনী যাত্রা শুরু করেছি। বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের আশা ও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই আমার মূল লক্ষ্য।

এডভোকেট এমরান আহমদ চৌধুরী মাজার জিয়ারতের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে বিজয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীর জন্য মহান আল্লাহর সহায়তা কামনা করেন।

এই সম্পর্কিত আরো