সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শিক্ষাবিদ মো. আব্দুর রউফ এর মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে অর্থাৎ, ২০২৪ সালের ৯ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মরহুম মো. আব্দুর রউফ এর আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আজ রবিবার বাদ আছর উজানীগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৯৪৫ সালের ৯ জানুয়ারি মো. আব্দুর রউফ শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মো. মমিন আলী, মাতার নাম মরহুমা আস্তুরা বিবি। তাঁর বোনের নাম মরহুমা হালিমা বেগম।
আব্দুর রউফ উজানীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পরীক্ষায় উক্তীর্ণ হয়ে সরকারী জুবিলী উচচ বিদ্যালয় থেকে মেট্রিক (এসএসসি) পরীক্ষায় উক্তীর্ণ হন। পরে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসএসি ও স্নাতক ডিগ্রী অর্জন করেন। তৎকালীন পাকিস্তান আমলে তিনি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রীসহ উচ্চতর ডিগ্রী অর্জন করেন এবং বিভিন্ন সময়ে শিক্ষাক্রম ও পাঠদান সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। ষাটের দশকে গ্র্যাজুয়েশন শেষ করেই একজন আর্দশবান শিক্ষক হিসেবে ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে (জাউয়াবাজার) কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিজ গ্রামের জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬৯ সালে তিনি সরকারি চাকুরীতে নিয়োগ পান এবং সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি কিছুকাল জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৯৯ সাল পর্যন্ত সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন। ১৯৯৮ সালে তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং পরবর্তীতে ১৯৯৯ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে একই স্কুলে দায়িত্ব পালন করেন। তিনি সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। একজন বিচক্ষণ দক্ষ প্রশাসক হিসেবে জেলাব্যাপী তাঁর সুখ্যাতি রয়েছে। ২০০২ সালে জেলা শিক্ষা অফিসারের পদ থেকে তিনি অবসর গ্রহণ করেণ।
শিক্ষকতার পাশাপাশি তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিকবার তিনি নিজ গ্রাম উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এবং গ্রামের মসজিদ মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবসরের পর তিনি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর, সুনামগঞ্জ সমিতি সিলেট এর উপদেষ্টার দায়িত্বপালন সহ এলাকার ও গ্রামের উন্নয়নে বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেন।
মো. আব্দুর রউফ এর সহধর্মিণী মোছা. জাহানারা রউফ ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি সাত পুত্র ও চার কন্যা সন্তানের জনক। তাঁদের জ্যেষ্ঠ পুত্র সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো. আজিজুর রউফ বিপ্লব, দ্বিতীয় পুত্র শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রউফ পল্লব, তৃতীয় পুত্র সিলেটের একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. মাহমুদুর রউফ দুর্লভ, ৪র্ধ পুত্র সিলেটের ‘এমএন্ডএন’ কর্পোরেট প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার মো. মিজানুর রউফ সুলভ, ৫ম পুত্র ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশ্যায়ার, ইউকে এর (এম এড রিসার্চার) মো. মাহবুুবুর রউফ নয়ন। বর্তমানে তিনি যুক্ত্যরাজ্যের ইন্টারন্যাশনাল ই-কর্মাস প্রতিষ্ঠান (জেসেটা ডট কম) এর ‘বিজনেজ ডেভল্যাপম্যান্ট ম্যানেজার’ পদে কর্মরত। ৬ষ্ঠ পুত্র ট্রাস্ট ব্যাংক সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার মো. মতিউর রউফ চয়ন ও ৭ম পুত্র সিলেট উপশহর শাখা ট্রাস্ট ব্যাংক এর অফিসার মো. মিছবাউর রউফ জীবন। এছাড়াও বড় কন্যা মোছা. পারভিন ফেরদৌসি লুছি সিলেটের বেসরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক, ২য় কন্যা মোছা. নাসরিন ফেরদৌসি ডেইজি ও ৩য় কন্যা মোছা. নাজনীন ফেরদৌসি নাইসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাইসি সরকারি চাকুরী ছেড়ে বর্তমানে স্থায়ীভাবে তারঁ পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ছোট কন্যা মোছা. শারমিন ফেরদৌসি ইতি বেসরকারি হাই স্কুল এর শিক্ষক।