অবিভক্ত বাংলার বিপ্লবী সাংবাদিক ও বৃটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ ফজলুল হক সেলবর্ষীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। ৮ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পৌরবিপণিস্থ সংগঠনের কার্যালয়ে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা ও সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যু্ার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লেখক গবেষক ইকবাল কাগজী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান কমিটির সহসভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহসভাপতি শাহজাহান চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক সাজাউল হক, সাংবাদিক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী, প্রভাষক উসমান গণি, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক। তিনি বৃটিশবিরোধী আন্দোলনে লেখনির মাধ্যমে জাতিকে উদবুদ্ধ করেছেন। বক্তারা বলেন, সেলবর্ষী একটি চেতনার নাম। একটি আদর্শের নাম।
ফজলুল হক সেলবর্ষীকে বৃটিশ সরকার একাধিকবার জেলে নিয়ে নির্যাতন করেছিল। তাঁর রক্তে ছিল দেশপ্রেম ও দ্রোহ। তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোস করেননি। ক্ষুরধার লেখনির মাধ্যমে তিনি জাতিকে পথ দেখিয়েছেন।
বক্তারা বলেন, মহান এই বিপ্লবী সাংবাদিক তাঁর নিজ জেলায় অনেকটা বিষ্মৃত। নতুন প্রজন্ম তাঁকে চিনেনা। অথচ কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহের হোসেনসহ অগ্নিযুগের লেখক রাজনীতিবিদরা তাঁকে নিয়ে লিখেছেন। নজরুল তাঁর ধুমকেতু পত্রিকায় বিপ্লবী লেখা ছাপিয়েছেন। আনন্দবাজার পত্রিকা, সংবাদ পত্রিকাসহ নানা পত্রিকায় কাজ করেছেন সুনামের সাথে। সম্পাদনা করেছেন আলোচিত একাধিক পত্রিকা। এই সুযোগ্য সাংবাদিক ও রাজনীতিকের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে শিকড়ের সঙ্গে আমাদের সেতুবন্ধন গড়ে ওঠবে।