বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা ও পৌরসভা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণবাজারস্থ মনসুর রোডে অনুষ্ঠিত সভায় কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে দেশের চলমান রাজনৈতিক অবস্থা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার, উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করায় উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল হান্নানকে উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া উপজেলা ও পৌর কমিটির শূন্য পদ সমূহ পূরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সহ সভাপতি আব্দুল হান্নান, সোহাগ মিয়া, কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কাদিপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আজাদ মিয়া, কুলাউড়া পৌরসভা শাখার সভাপতি নিয়ামত খাঁন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, সিনিয়র সহ সভাপতি নূর হোসেন সাদ্দাম, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, সহ সভাপতি আব্দুল সহিদ নোমান, ফয়ছল ইসলাম মধু, মো: আব্দুল্লাহ। উপজেলা কমিটির অন্যতম সদস্য ফরিদ আহমদ মহরী, আব্দুল লতিফ খান কালা, সামছুল ইসলাম টারজান, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রাজন ঘোষ, চা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক চন্দন গৌড়, পৌর শাখার প্রচার সম্পাদক আশিক মিয়া, সদস্য খন্দকার বদরুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাহিম আহমেদ, সামাদ খান সহ কুলাউড়া উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।