শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে বিপ্লব ও সংহতি দিবসে পৃথকভাবে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে দিরাই থানা রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, হুমায়ুন কবির তালুকদার, আবদুল করিম চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, সুয়েব হাসান, সুমন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক লিপন হাসান চৌধুরী প্রমূখ।

অপরদিকে, সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর বলয়ের নেতাকর্মীরাও জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্ব পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।আয়োজিত র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। এদিন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হয় যা বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। এই দিন থেকেই জিয়াউর রহমান দেশের নেতৃত্ব গ্রহণ করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করেন

এই সম্পর্কিত আরো