যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন সাহেবের কন্যা সাবিনা খাঁনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন (সিলেট-৬) গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মরহুম কমর উদ্দিন সাহেবের কন্যা সাবিনা খাঁনের বাসায় এই সাক্ষাতে মিলিত হন তিনি। সাক্ষাৎকালে সাবিনা খান জানান, দলের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও আনুগত্য রয়েছে। তিনি নিজেও প্রার্থী ছিলেন, তবে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন। সাবিনা খান আরো জানান, তিনি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিজয়ের লক্ষ্যে মাঠপর্যায়ে সাধারণ কার্যক্রমে অংশ নেবেন এবং দলের শক্তিকে আরও সুসংগঠিত করতে কাজ করবেন। তিনি বলেন, দলই সবার আগে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। একজন কর্মী হিসেবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে আমি সর্বাত্মকভাবে কাজ করব।
অন্যদিকে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সাবিনা খানের এই অবস্থানকে দলের জন্য বিরল ও উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি একটি পরিবার। এই পরিবারে পদ-পদবি বা ব্যক্তিগত স্বার্থের চেয়ে বড় হচ্ছে দল ও দেশের স্বার্থ। সাবিনা খান দলের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রার্থী হওয়ার মতো যোগ্য, সক্ষম এবং জনপ্রিয় ছিলেন। তবুও দলের সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন— এটাই প্রকৃত নেতার পরিচয়। তিনি আরো বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে সাবিনা খানের মত নেতৃবৃন্দ আমার বড় শক্তি। আমরা সবাই মিলেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।
সাক্ষাৎ শেষে উভয়েই দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।