বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক সুখবর পেলেন সুদানকে ভাগ করে নিল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী ঊষালগ্নে শেষ হলো মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা বিএনপি ভেসে আসা দল নয় : ফখরুল শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সিলেটে অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি, দায়ী কি টিকা না বন্যা? চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আপনাদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত- জমালগঞ্জে মাহবুবুর রহমান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি, দায়ী কি টিকা না বন্যা?

সিলেটে অ্যালার্জি জনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা আতঙ্কজনকভাবে বাড়ছে। শহরের হাসপাতাল ও ডাক্তারদের চেম্বারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাঁচি, সর্দি, শ্বাসকষ্ট, ত্বকে র‍্যাশ, চোখ ও নাক চুলকানি এবং কাশি নিয়ে রোগীদের ভিড় দেখা যাচ্ছে।

বিশেষ করে শিশু, বয়স্ক ও হাঁপানি রোগীদের ভোগান্তি বেশি। অনেকে মনে করছেন বন্যার পর যে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে তার কারণেই অ্যালার্জির প্রকোপ বেড়েছে। আবার কেউ কেউ টিকা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন-তাদের ধারণা টিকার প্রভাবে অ্যালার্জি বাড়ছে। তবে চিকিৎসকরা বলছেন, টিকা নয়,পরিবেশগত পরিবর্তনই এর বড় কারণ।

এ ব্যাপারে শাহপরাণ এলাকার বাসিন্দা রায়হান আহমেদ তাঁর দুই সন্তানের অসুস্থতার কথা জানিয়ে বলেন-বন্যার পানি নামার পর ঘরের দেয়ালজুড়ে কালো ছোপ দেখা যায়। অনেকবার পরিষ্কার করেও তা পুরোপুরি উঠছে না। এর পর থেকেই বাচ্চারা নিয়মিত হাঁচি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছে। প্রতিদিনই চিন্তায় থাকি, না জানি আবার কখন খারাপ হয়।

আরেক অভিভাবক, গোয়াইপাড়া এলাকার বাসিন্দা ফাতেমা বেগম শিউলি অভিযোগ করেন-করোনার টিকা নেওয়ার পর থেকে আমাদের পরিবারের সবার এলার্জির সমস্যা বেড়ে গেছে। রাতেও এলার্জির কারণে ভালো করে ঘুমানো যায় না, আর স্বাভাবিক দৈনন্দিন কাজেও অসুবিধা হচ্ছে।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন-গত বছরের বন্যার পরে সিলেটে চর্মরোগ ও এলার্জির প্রকোপ স্পষ্টভাবে বেড়েছে। এলার্জি মূলত ব্যক্তিভেদে ভিন্ন-কারো ধুলা-ময়লা, কারো নির্দিষ্ট খাবার বা পরিবেশগত কারণে এ সমস্যা দেখা দেয়। তবে আমার মতে, শরীরে এলার্জি বাড়ার সবচেয়ে বড় কারণ ভেজাল ও দূষিত খাদ্য গ্রহণ। আমরা প্রতিদিন যে পরিমাণ ভেজাল খাবার খাচ্ছি, তা শরীরকে অতিরিক্ত সংবেদনশীল করে তুলছে এবং দীর্ঘমেয়াদে এলার্জি সমস্যাকে জটিল করে তুলছে। অবস্থা এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এর মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। জনসচেতনতা ও খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ এখন অত্যন্ত জরুরি।

এ বিষয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ত্বক ও যৌনরোগ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন সুমা বলেন-টিকা এলার্জি বাড়ায় এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং আমরা মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করি, কারণ টিকা রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এলার্জি বৃদ্ধি পাওয়ার মূল কারণ হিসেবে বন্যার পর সিলেটে যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটাই বড় ভূমিকা রেখেছে। বন্যার পরে পানি জমে থাকা, নোংরা পরিবেশ, ফাঙ্গাস ও ধুলাবালির বিস্তার, এসব কারণে এলার্জির ঝুঁকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়। পাশাপাশি ঋতু পরিবর্তনের প্রভাবও রয়েছে। জনবহুল পরিবেশ, দূষণ এবং পরিচ্ছন্নতার ঘাটতি আমাদের দেশে এলার্জি বাড়ার অন্যতম কারণ।

এ বিষয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন- সুষ্ক মৌসুমে এলার্জির সমস্যা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এই সময় হাফানি, অ্যাজমা, শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা স্বাস্থ্যজটিলতা দেখা দেয় সব বয়সের মানুষের মধ্যে। টিকা বা বন্যার সঙ্গে এ ধরনের এলার্জির কোনও সরাসরি সম্পর্ক নেই। এলার্জি অনেক সময় বংশগত হতে পারে, আবার বিভিন্ন খাবার ও পরিবেশগত কারণ থেকেও উদ্ভূত হতে পারে। তাই সতর্কতা ও সঠিক চিকিৎসা গ্রহণ জরুরি।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সিলেট বিভাগের সমন্বয়কারী ডা. সুফী মুহাম্মদ খালিদ বলেন-সিলেটে এলার্জির সমস্যা বেড়েছে ঠিকই, তবে এর জন্য টিকাকে দায়ী করা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন। টিকার সঙ্গে এলার্জির সরাসরি কোনো সম্পর্ক নেই। এলার্জি মূলত ব্যক্তির শারীরিক গঠন, বংশগত প্রবণতা ও পরিবেশগত প্রভাবের ওপর নির্ভরশীল। অনেক সময় ধুলাবালি, দূষণ, ফুলের রেণু, কিংবা নির্দিষ্ট কিছু খাবারের কারণে এলার্জি দেখা দেয়। তাই মানুষকে টিকা নিয়ে ভীত না হয়ে নিজের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও আশপাশের পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হতে হবে।

এ বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন-এলার্জি যে কারো হতে পারে এবং এর কারণও ভিন্ন ভিন্ন। যেসব উপাদান এলার্জি সৃষ্টি করে, সেগুলোকে এলার্জেন বলা হয়। কারো খাবারে এলার্জি, কারো ধুলাবালিতে বা ময়লা-পরিবেশে এলার্জি হতে পারে, আবার কারো ফুল বা পলেনে এলার্জি দেখা যায়- এগুলো স্বাভাবিক এবং নানা কারণে হতে পারে। তাই শুধুমাত্র টিকাকে দায়ী করার সুযোগ নেই। এখন পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে টিকা এলার্জির মূল কারণ। এলার্জি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকতে পারে,এ বিষয়ে সচেতনতা ও সঠিক চিকিৎসা জরুরি।

এ বিষয়ে সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. মো. আনিসুর রহমান বলেন-এটি টিকার কারণে হয়নি। যদি এমন হতো, তবে শুধু টিকা নেওয়া শিশুদের মধ্যে এলার্জি দেখা যেত। কিন্তু টিকা না নেওয়া শিশুদের মধ্যেও এলার্জি বেড়েছে, আর করোনার টিকায় তো প্রশ্নই উঠে না, তিনি বলেন এলার্জি বাড়ার মূল কারণ হলো বন্যার পানি, স্যাঁতসেঁতে পরিবেশ এবং ঘরের আর্দ্রতার কারণে।

এই সম্পর্কিত আরো

প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক সুখবর পেলেন

সুদানকে ভাগ করে নিল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী

ঊষালগ্নে শেষ হলো মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা

বিএনপি ভেসে আসা দল নয় : ফখরুল

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা

সিলেটে অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি, দায়ী কি টিকা না বন্যা?

চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপনাদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত- জমালগঞ্জে মাহবুবুর রহমান

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল