 
    
    
 
        
        সিলেটের রেলপথ সংস্কারসহ ৮দফা দাবিতে শনিবার (১নভেম্বর) সিলেটের রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই ট্রেনের যাত্রী সাধারণকে শনিবার ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের রেলপথ সংস্কারসহ ৮দফা দাবীতে সিলেটের বিভিন্ন রেলওয়ে স্টেশনে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গত ২৭সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট পালনকালে আন্দোলনকারীরা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। তখন রেলওয়ের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহার করেন। পরে ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীরা ডিআরএমের আশ্বাস প্রত্যাখ্যান করে বলেন, ৩১অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ করা হবে।
আন্দোলনকারীদের ৮দফা দাবিগুলো হলো-
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু।
আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নিতকরণ।
আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু।
আখাউড়া-সিলেট সেকশনের সকল বন্ধ স্টেশন চালু।
কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি।
সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের 
যাত্রাবিরতি প্রত্যাহার।
সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। 
যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।