 
    
    
 
        
        সিলেটের তিন সাংবাদিক মো. ইসলাম আলী, নিজাম উদ্দিন টিপু ও হিলাল উদ্দিন শিপুর পিতা আবদুন নুর (৮০) এর জানাজা শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুম্মা গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের প্রধান ঈদগাহ মাঠে সম্পন্ন হয়।
জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা আবদুর রাজ্জাক।
এ সময় সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট-৪ আসনের বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলাম থেকে মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ উলামা পরিষদ সিলেটের আমীর ড. এএইচএম সোলায়মান, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, কামরুল হাসান অপি, সদস্য সাইফ উল্লাহ, রকিকুল ইসলাম খান, ফতেহপুর বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য মুজাহিদুল ইসলাম, বিএনপি নেতা মো. নাসির উদ্দিন, হাজী মো. কামাল, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, মুহিবুর রহমান মুহিব, প্রচার সম্পাদক আছনাত উদ্দিন জাহিন, কুলাউড়া উপজেলা জামায়াত নেতা হাফিজ মাওলানা কামাল উদ্দিন, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী, দক্ষিণ সুরমা প্রতিনিধি আজমল আহমদ রোমন আহমদ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ ফটোসাংবাদিক তারেক চৌধুরী রাহেল, স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সেলিম, দৈনিক যায়যায়দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজার সময় সিলেটের বিভিন্ন এলাকার মুরুব্বি, যুব সমাজ এবং দূরদূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মরহুম আবদুন নুরের বিদায়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবাই দোয়া করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২.১৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফতেপুরের বিশিষ্ট মুরুব্বি আবদুন নুর।