 
    
    
 
        
        বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালগঞ্জে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ভূতিয়ারপুর গ্রামে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা ডা: মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক ফজলুল হক, সদস্য জাফর আলী, আব্দুল করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল লেইছ, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, সদস্য আতিকুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশন আজ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন, বেকারত্ব, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সবকিছু মিলিয়ে জনগণ আজ দিশেহারা।
এই ক্রান্তিলগ্ন থেকে দেশ ও জাতিকে পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিতে হবে। আমাদের এই হাওর অঞ্চলে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে হাওরবাসী বিএনপিকে ক্ষমতা দেখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন।
তিনি নতুন বাংলাদেশের আস্থার জায়গা। বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালবাসে। মাহবুবুর রহমানের জন্যও আপনারা দোয়া করবেন। তিনি ১ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি।