বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ইয়াবাসহ গ্রাম চৌকিদারের স্ত্রী আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) রাতে দোয়ারাবাজার থানার এসআই রফিজুল মিয়া ও এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের চৌকিদার হাবিবুর রহমানের স্ত্রী রেহেনা বেগম (৪৫)-এর ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২২ হাজার টাকা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।“মাদকবিরোধী অভিযানে দোয়ারাবাজার থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না"।

এই সম্পর্কিত আরো