বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ রিভারভিউ পার্কে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল লেইছ"র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ লিয়াকত আলী,এমদাদুর রহমান হিরন, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, মইনুল ইসলাম। সদস্য আতিকুর রহমান, আলমগীর কবির, কাউসার আফিন্দী, জুয়েল গণি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার ছয় ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।
এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে এক যুগে কাজ করার ও কোনো অপশক্তি যেনো আগামী সংসদ নির্বাচনকে বাতিল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
র্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।