হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুর্ণিমা রানী দাস (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ ওঠেছে তার বাবার বিরুদ্ধে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কুড়িশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মতিলাল দাস (৬২) নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেন তাঁর মেয়ে পুর্ণিমা রানী দাসকে। নিহত পুর্ণিমা দুই সন্তানের জননী ছিলেন।
ঘটনার পর খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মতিলাল দাসকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ নিহত পুর্ণিমার মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামের মতিলাল দাসের মেয়ে পুর্ণিমা রানী দাসের বিয়ে হয়েছিল বানিয়াচং উপজেলার এক যুবকের সঙ্গে। সংসারে দুটি সন্তানও রয়েছে। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো পুর্ণিমার, যার কারণে তিনি প্রায় সময় বাবার বাড়িতে চলে আসতেন। সম্প্রতি স্বামীর সঙ্গে ঝগড়ার পর পিতার বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই-তিন দিন আগে বানিয়াচং উপজেলার সেকান্দরপুর এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে যান পুর্ণিমা। এই ঘটনায় সমাজে মান-সম্মান হারানোর আশঙ্কায় ক্ষুব্ধ হন তার বাবা মতিলাল দাস। স্থানীয় মুরুব্বীদের মাধ্যমে রবিবার (২৬ অক্টোবর) রাতে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনেন তিনি। কিন্তু সোমবার দুপুরে সেই মেয়ে ঘুমন্ত অবস্থায় পিতা নিজ হাতে জবাই করে হত্যা করেন বলে স্থানীয়দের অভিযোগ।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “ মতিলাল দাসকে আটক করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। নিহতের মা থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।