এনআইডি যার, টিকিট তার’ নীতি বাস্তবায়নে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান পরিচালনা করে ৩ যাত্রীকে মোট ১ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
অভিযানের সময় ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত কয়েকজন যাত্রীর টিকিট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে অসামঞ্জস্যতা পাওয়া যায়। এ কারণে ৩ জন যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম জানান, রেলওয়ে সেবায় স্বচ্ছতা ও অনিয়ম রোধে ‘এনআইডি যার, টিকিট তার’ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যাত্রীদের নিজস্ব পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয়ে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে তাকে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ ও রেলওয়ে থানা পুলিশ সহযোগিতা করেন।