সিলেটে চা পাতার বিশাল চালানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকালে সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মুন্নাফ ওরফে মুন্না (৩৬)। তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার হাদিরমোড় গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
পুলিশ জানায় শনিবার বিকালে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্ট থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোষ্ট পরিচালনার সময় ৩ হাজার ৯৬৪ কেজি ভারতীয় চা পাতাসহ একটি কাভার্ড ভ্যান আটক করে মোগলাবাজার থানাপুলিশ। আটককৃত ভারতীয় চা পাতার বাজার মূল্য ৭ লাখ ৯২ হাজার ৮শ’ টাকা। আর কাভার্ড ভ্যানের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ ব্যাপারে মোগলাবাজার থানায় মামলা (নং ১৪/১২৯/২৫/১০/২া৫) দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এডিসি সাইফুল।