মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম চুরির অভিযোগে আটক ১

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম চুরি করে পালানোর সময় প্রলয় দে (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত প্রলয় দে কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড়ের ১৭৯ নং বাসার কানু দে ও মায়া রানী দের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল পৌনে ৪টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে প্রলয় দে-কে গ্রেপ্তার করে। সে সময় প্রলয় হাসপাতালটির পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩ নং ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইঞ্জেকশনের সিরিঞ্জ, স্যালাইন এবং ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর চেষ্টা করছিল।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রলয় দে-কে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই ঘটনা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। হাসপাতাল কর্তৃপক্ষের উচিত এ ধরনের চুরি রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

এই সম্পর্কিত আরো