বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ শব্দটি কেবল প্রাণ উৎসর্গ নয়—এটি একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার অঙ্গীকার। ১৯৭১ সালে যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তেমনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধানখেতের পাশে শুয়ে আছেন তায়িম। কিন্তু তার এই আত্মত্যাগ কিসের জন্য, সেটা যেন মানুষ ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারও জমি দখল করতে বা কোন গ্রামের সঙ্গে মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্রজনতা। শহীদদের আত্মদান বড় তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ।
শহীদ তায়িমের মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আপনার সন্তান ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেনি, কিন্তু তার আত্মত্যাগ বৃথা যায়নি। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনও বেঁচে আছে। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনও না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।
পরে তিনি তায়িমের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি পরিবারের পক্ষ থেকে চেক প্রদান ও সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।
জিয়ারত শেষে রুহুল কবির রিজভী চৌদ্দগ্রাম উপজেলার দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার গান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসার পর তিনি দলের নেতাদের জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।