সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম আজ সোমবার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সাথে কথা বলে স্বাস্থ্যসেবা সম্পর্কিত দীর্ঘদিনের সমস্যা ও অভিযোগগুলো শোনেন।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের আগমনী সংবাদে হাসপাতাল চত্বরে সকাল থেকেই স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা ভিড় জমান। তারা জেলা প্রশাসকের কাছে স্বাস্থ্যসেবা নিয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। হাসপাতালের চত্বরজুড়ে ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসাসেবায় অবহেলা, অ্যাম্বুলেন্স অচল, চিকিৎসক ও নার্সদের স্থায়ীত্বের অভাব, জনবল সংকট এবং ৫১ শয্যা বিশিষ্ট নতুন ভবনটি এখনও চালু না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন।
জেলা প্রশাসক মো. সারোয়ার আলম মনোযোগ সহকারে সব অভিযোগ শোনেন এবং নোট করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, আমি মূলত বিভিন্ন উপজেলার সরেজমিন সমস্যাগুলো দেখতে যাই। আজ কানাইঘাটেও এসেছি, নিজ চোখে দেখলাম অবস্থা সত্যিই উদ্বেগজনক। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। কিছু সমস্যা আমরা স্থানীয়ভাবে দ্রুত সমাধান করব। এতে স্থানীয়দের সহযোগিতা লাগবে।
তিনি আরও বলেন, ধাপে ধাপে বাকি সমস্যাগুলোরও সমাধান করা হবে। ডাক্তার সংকটের বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। পাশাপাশি স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করা হবে এবং নতুন ভবনটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসকের আশ্বাসে উপস্থিত জনতা স্বস্তিবোধ করেন এবং অনেকে আবেগাপ্লুত হয়ে তার জন্য দোয়াও করেন।
জেলা প্রশাসকের এই আকস্মিক পরিদর্শন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার বেহাল দশা উন্মোচন করেছে। স্থানীয়দের প্রত্যাশা, জেলা প্রশাসকের আশ্বাসের ফলে দ্রুতই হাসপাতালের সমস্যার সমাধান হবে এবং এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।