বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে: ডা. তাহের বিএনপি কেন গণভোট নির্বাচনের দিনে চায়, জানালেন সালাহউদ্দিন সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, পর্যটকদের ১২ নির্দেশনা অধ্যক্ষের অপসারণের দাবিতে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ব্যবসায়ীদের উন্নয়নের অঙ্গীকার ওমর ফারুকের, চেম্বার নির্বাচনে ৪ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা গোয়াইনঘাটে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ এখনই দেশে ফেরার পরিকল্পনা নেই হাসিনার, থাকবেন ভারতে: রয়টার্সকে সাক্ষাৎকার নবীগঞ্জে ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি: চুনারুঘাটে র‌্যাবের অভিযানে দুই ডাকাত আটক শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে ঝাড়ফুঁক আর তাবিজের ছায়ায় মানসিক স্বাস্থ্য
advertisement
সিলেট বিভাগ

জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে: হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শ্রমিক ছাড়া কোন কিছুই চলে না। দুনিয়ার সকল উন্নয়নের সাথে শ্রমিকরা জড়িত, কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওয়ানা বাংলাদেশে দেয়া হচ্ছে না। বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে শ্রমিকদের নায্য অধিকার বাস্তবায়ন করা হবে।

এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা ও ভোট কামনা করেন। তিনি বলেন, শ্রমিকদের সমস্যা ও বর্তমান পরিস্থিতি দেখে শ্রমিক কল্যাণ ফেডারেশন সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। যে পরিমাণ সহায়তা দেয়া হচ্ছে তা অল্প, কিন্তু পাশে দাঁড়ানোটা বড়। তিনি শ্রমিকদেরকে শৃঙ্খলা সাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবীর সাথে আছি, অতিতেও ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি শনিবার বিকালে নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়ার হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর ও সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মারুফ এর সভাপতিত্বে ও মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহজাহান সিরাজ, আব্দুস সোবহান, মোবারক আলী, ফয়েজ আহমদ, রাজু মিয়া, শহীদ বকস, মুন্না মিয়া, আব্দুর রহমান, ইসলাম উদ্দিন, হারুন রশীদ, মুসলিম মিয়া, আব্দুল কাদের, মুমিন মিয়া, ওলিউর রহমান, জাকারিয়া, আব্দুল জলিল, বশির উদ্দিন, সালাহ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের সাথে বৈষম্য, অত্যাচারের মাধ্যমে একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করতে আখের গোছতে লিপ্ত রয়েছেন। তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না। ব্যাটারী চালিত রিক্সা বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে দুঃখ কষ্টের সাথে দিন কাটাচ্ছেন। তাদের খোঁজ-খবর নেয়া এবং সহযোগিতা করা সকলের মানবিক দায়িত্ব। বক্তারা বলেন, বঞ্চিত মানুষের সুখে-দুঃখে প্রথমেই পাশে দাঁড়ায় জামায়াতে ইসলাম। এই মানবিক সংগঠনের মত সবাইকে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ। 

এই সম্পর্কিত আরো

জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে: ডা. তাহের

বিএনপি কেন গণভোট নির্বাচনের দিনে চায়, জানালেন সালাহউদ্দিন

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, পর্যটকদের ১২ নির্দেশনা

অধ্যক্ষের অপসারণের দাবিতে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ব্যবসায়ীদের উন্নয়নের অঙ্গীকার ওমর ফারুকের, চেম্বার নির্বাচনে ৪ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা

গোয়াইনঘাটে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

এখনই দেশে ফেরার পরিকল্পনা নেই হাসিনার, থাকবেন ভারতে: রয়টার্সকে সাক্ষাৎকার

নবীগঞ্জে ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি: চুনারুঘাটে র‌্যাবের অভিযানে দুই ডাকাত আটক

শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটে ঝাড়ফুঁক আর তাবিজের ছায়ায় মানসিক স্বাস্থ্য