সিলেট বিভাগের ১৯টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেবেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনোনয়নপ্রত্যাশীরা।
বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে অধিকাংশ প্রার্থী ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। দলের কেন্দ্রীয় সূত্রে জানায়, বৈঠকে প্রতিটি আসনের প্রার্থীর সাংগঠনিক অবস্থান, রাজনৈতিক সক্রিয়তা ও জনপ্রিয়তা পর্যালোচনা করা হবে। পরবর্তী ধাপে প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু হবে।
সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সিলেট ভয়েস-কে বলেন, “আগামীকালের বৈঠকটি মূলত সাংগঠনিক সভার মতো। প্রায় সব বিভাগের নেতাকর্মীদের সঙ্গেই ইতোমধ্যে বৈঠক হয়েছে, শুধু সিলেট বিভাগটি শেষ দিকে পড়েছে। এজন্য মহাসচিব সবাইকে আসতে বলেছেন। এটি কোনো মনোনয়ন চূড়ান্ত করার বৈঠক নয়, বরং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দিকনির্দেশনা দেওয়া হবে। প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া পরে শুরু হবে।”
দলীয় সূত্রে আরও জানা গেছে, বৈঠকে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক সক্ষমতা, জনসংযোগ, জনপ্রিয়তা এবং মাঠপর্যায়ের কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিএনপি এবার প্রার্থী বাছাইয়ে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি তথ্যনির্ভর ও বিশ্লেষণভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করছে। মাঠে সক্রিয় নেতাদের পাশাপাশি প্রবাসী, তরুণ রাজনীতিক ও সাবেক জনপ্রতিনিধিরাও এই মূল্যায়নের আওতায় থাকছেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরো প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন করেছেন, যেখানে সিলেট ও খুলনা বিভাগের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেন, “ইতোমধ্যেই আমি ঢাকায় চলে এসেছি। দল থেকে ফোন দিয়ে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামীকাল দল আমাদের জাতীয় নির্বাচন ঘিরে দিকনির্দেশনা দেবে, আমরা সেইভাবেই কাজ করব।”
অন্যদিকে, সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী নুরুল ইসলাম নুরুল বলেন, “কেন্দ্র থেকে ফোন পেয়েছি, আগামীকাল সকল মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক হবে। এজন্য আজই ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। দল যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ চালিয়ে যাব।”
কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আগামীকালের বৈঠকে সিলেটের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা এগিয়ে আছেন দল তাদের ডেকেছে দিক নির্দেশনামূলক বার্তা দেয়ার জন্য। আমিও আগামীকাল ঢাকায় যাব, এখন নিজ নির্বাচনী আসনে রয়েছি দলটিকে সুসংগঠিত করতে।
বিএনপি চেয়ারম্যান চেয়ারপার্সন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, আলোচনার বিষয়বস্তুটা এখনো পরিষ্কার হয়নি, কী আলোচনা হবে কিছুই জানা নেই। আমার ধারণা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মিলেমিশে কাজ করার জন্য দলতে আহবান জানানো হতে পারে।