মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির নগরীতে প্রচার মিছিল - পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাডভোকেট জামানের যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার সিলেটে আবারও আতঙ্ক ছড়াচ্ছে যে ভাইরাস এবার জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি - শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু - হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুবকের সাথে চলে যাওয়ায় মেয়েকে ‘জবাই করে হত্যা’, বাবা আটক অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
advertisement
খেলাধুলা

অঁরিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে

ফ্রান্সের জার্সিতে কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছুঁয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার পোল্যান্ডে ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফ্রান্স জিতেছে ২-০ গোলে। সে ম্যাচে গোল করেই এই কীর্তি ছুঁলেন তিনি।

এদিন ম্যাচের ৮২ মিনিটে গোল করেন এমবাপ্পে। এই গোলের পর ফ্রান্সের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ৫১। অঁরির সমান হলো তার রেকর্ড। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পে এখন দ্বিতীয়। তার ওপরে আছেন শুধু অলিভিয়ে জিরু। আর ৭ গোল করলেই তার রেকর্ডও ভেঙে দেবেন তিনি।

ম্যাচে এমবাপ্পের গোল বানিয়ে দেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ান শুয়ামেনি। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে আসে গোলটি। এর আগে ম্যাচের শুরুতে গোল করেছিলেন মাইকেল ওলিসে।

গোল করার পর এমবাপ্পে বলেন, ‘আমরা আরও গোল করতে পারতাম। আমি নিজেও কয়েকটা সুযোগ নষ্ট করেছি। তাই উন্নতির জায়গা আছে। তবে এটা বেশ ভালো শুরু।’

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ম্যাচ শেষে বলেন, ‘প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। আরও একটি গোল করতে পারতাম। এরপর কিছুটা সমস্যায় পড়েছিলাম। তবে আমাদের আক্রমণাত্মক খেলার মানদণ্ড অনেক উঁচুতে। হারানোর অনেক কিছু ছিল। তাই জয় দিয়ে এই অভিযান শুরু করতে পেরে ভালো লাগছে।’

এমবাপ্পে এর আগে জুন মাসে নেশনস লিগে জার্মানির বিপক্ষে ম্যাচে গোল করে ফ্রান্সের জার্সিতে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। তখন ছিল তার ৯০তম ম্যাচ। অঁরি ৫০ গোল করেছিলেন ১১৩তম ম্যাচে। জিরু ৫০ গোল করেছিলেন ১১৫তম ম্যাচে।

অঁরি ফ্রান্সের হয়ে ১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত ১২৩ ম্যাচে ৫১ গোল করেছিলেন। জিরু এখনো তালিকার শীর্ষে আছেন। তার গোল সংখ্যা ৫৭। ম্যাচ খেলেছেন ১৩৭টি। এমবাপ্পে এখন অঁরিকে ছুঁয়েছেন। তার পরবর্তী লক্ষ্য জিরুর রেকর্ড।

এই সম্পর্কিত আরো

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির

নগরীতে প্রচার মিছিল পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাডভোকেট জামানের

যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

সিলেটে আবারও আতঙ্ক ছড়াচ্ছে যে ভাইরাস

এবার জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা

যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

যুবকের সাথে চলে যাওয়ায় মেয়েকে ‘জবাই করে হত্যা’, বাবা আটক

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর