মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির নগরীতে প্রচার মিছিল - পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাডভোকেট জামানের যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার সিলেটে আবারও আতঙ্ক ছড়াচ্ছে যে ভাইরাস এবার জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি - শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু - হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুবকের সাথে চলে যাওয়ায় মেয়েকে ‘জবাই করে হত্যা’, বাবা আটক অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
advertisement
খেলাধুলা

সিলেটে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের ম্যাচ

সিরিজে প্রথমবার আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে রানের ফোয়ারা বইছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু সেই উত্তেজনা শেষ পর্যন্ত মাটি করে দিল বৃষ্টি। দু’দফা বিঘ্নের পর আর খেলা মাঠে গড়ায়নি। স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময়) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৮ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। ইনিংসের নায়ক ছিলেন অধিনায়ক লিটন দাস। ৪৬ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংসে তিনি মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। তার ব্যাটে ভর করেই শুরুতে দারুণ গতি পায় লাল-সবুজ।

ইনিংস ওপেন করতে নেমেছিলেন লিটন ও সাইফ হাসান। সাইফ ৮ বলে ১২ রানে ফিরলেও অন্যপ্রান্তে দাপট দেখান লিটন। ২৭ বলে ফিফটি ছুঁয়ে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক পূর্ণ করেন, যা তাকে বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ফিফটির মালিক করেছে।

তবে বৃষ্টির কারণে স্লো হয়ে যাওয়া উইকেটে অন্য ব্যাটারদের রান তোলা ছিল কষ্টসাধ্য। তাওহিদ হৃদয় ১৪ বলে করেন মাত্র ৯ রান, শামিম হোসেন খেলেন ১৯ বলে ২১ রানের ইনিংস। শেষদিকে নুরুল হাসান সোহান (১১ বলে অপরাজিত ২২) ও জাকের আলি (১৩ বলে অপরাজিত ২০) দ্রুত রান তুলে স্কোরবোর্ডে লড়াইযোগ্য পুঁজি এনে দেন।

তবে ম্যাচ চলাকালে দুইবার বৃষ্টির হানা পড়ে। প্রথমে পঞ্চম ওভারে খেলা বন্ধ হয়ে যায় প্রায় আধা ঘণ্টার জন্য। দ্বিতীয়বার ১৯তম ওভারে নামেন বৃষ্টি। তখনই ধরা যায় ম্যাচের ভাগ্য। স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে ধারাভাষ্য কক্ষ জানায়—বাংলাদেশের ইনিংস কার্যত শেষ। আশা ছিল রাত ৯টা ৪৮ মিনিটের মধ্যে খেলা শুরু করে ৫ ওভারের লক্ষ্য তাড়া করবে নেদারল্যান্ডস। কিন্তু বৃষ্টি আরও জোরে নামতে থাকায় আর মাঠে ফেরা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে ম্যাচ আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। ফলে সিলেটে বাংলাদেশের ব্যাটিং মহড়া মাঠে গড়ালেও, সেই ম্যাচের কোনো ফলাফল পাওয়া গেল না।

তিন ম্যাচের সিরিজ অবশ্য বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।

এই সম্পর্কিত আরো

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির

নগরীতে প্রচার মিছিল পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাডভোকেট জামানের

যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

সিলেটে আবারও আতঙ্ক ছড়াচ্ছে যে ভাইরাস

এবার জিন্দাবাজার ‘মধুচক্রে’ পুলিশের হানা

যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

যুবকের সাথে চলে যাওয়ায় মেয়েকে ‘জবাই করে হত্যা’, বাবা আটক

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর