শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুলিশের বিরুদ্ধে মহিষ ছেড়ে দেওয়ার অভিযোগ - জকিগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত নবীগঞ্জে নিহত কৃষক পরিবারের পাশে হবিগঞ্জের পুলিশ সুপার সামান্থার প্রেমের গুঞ্জন জোরালো জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে কী করতে হবে, জানালেন তামিম ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক - ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড জানালেন পররাষ্ট্র উপদেষ্টা - তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ কারবারি আটক ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ নুডলস শ্বাসনালিতে আটকে প্রাণ গেল সাত মাস বয়সী ফাতেমার
advertisement
খেলাধুলা

আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে দাঙ্গা, গ্রেফতার ১২৫ সমর্থক

আর্জেন্টিনায় কোপা সুদামেরিকানার ম্যাচকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতায় কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার ফুটবল। বুধবার রাতে বুয়েনস আয়ার্স প্রদেশের আভেয়ানেদায় ইন্ডিপেনদিয়েন্তে ও চিলির ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলের ম্যাচে ছুরি, লাঠি, স্টান গ্রেনেড এমনকি টয়লেটের অংশ ব্যবহার করে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুই দলের সমর্থকরা।

ম্যাচ চলাকালীন দাঙ্গায় আহত হয়েছেন অন্তত ১৯ জন চিলিয়ান নাগরিক। তাদের মধ্যে একজন ছুরিকাঘাতে গুরুতর জখম হন। সহিংসতার ঘটনায় ১২৫ জনকে আটক করেছে আর্জেন্টাইন পুলিশ।

বিরতির সময় ঘটনাটি চরম আকার নেয়। অতিথি দলের সমর্থকরা পাথর, বোতল ও চেয়ার ছুড়তে শুরু করলে উত্তেজিত হয়ে ওঠে স্বাগতিক সমর্থকরা। এরপর গ্যালারি থেকে মাঠে নেমে গিয়ে চিলিয়ান ভক্তদের উপর হামলা চালায় ইন্ডিপেনদিয়েন্তে সমর্থকরা। 

অনেককে কাপড় ছিঁড়ে রক্তাক্ত করে ফেলা হয়। এক চিলিয়ান সমর্থক প্রাণ বাঁচাতে গ্যালারির উপরের স্তর থেকে লাফ দেন, সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান তিনি।

ম্যাচ তখন ১-১ সমতায় চলছিল। ৪৮ মিনিটে খেলা স্থগিত করে ম্যাচ কর্মকর্তারা। পরে সেটি বাতিল ঘোষণা করা হয়।

ঘটনার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে এ সহিংসতাকে ‘বর্বরতা’ আখ্যা দেন। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আর কোনোভাবেই সহ্য করা যায় না। দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া উচিত।’

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক একে ‘অগ্রহণযোগ্য গণপিটুনি’ আখ্যা দিয়ে ন্যায়বিচারের দাবি তুলেছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রীকে বুয়েনস আয়ার্সে পাঠিয়েছেন।

ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলের সভাপতি মাইকেল ক্লার্ক জানান, তাদের দুজন সমর্থক গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন,‘অলৌকিকভাবে কেউ মারা যায়নি।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সহিংসতার ছবি ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করেছে। মাঠের খেলোয়াড়রাও ক্ষোভ প্রকাশ করেছেন। চিলি জাতীয় দলের খেলোয়াড় ফিলিপে লয়োলা লিখেছেন, ‘এ ধরনের সহিংসতা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। পুলিশ কোথায় ছিল, তা বুঝতেই পারছি না।’ 

আর্জেন্টিনার সমর্থকেরা অবশ্য দায় চাপিয়েছেন বাজে নিরাপত্তা ব্যবস্থার ওপর। স্টেডিয়ামে অতিথি সমর্থকদের বিপজ্জনকভাবে স্বাগতিকদের কাছাকাছি বসানো হয়েছিল বলেও অভিযোগ তাদের।

এই সম্পর্কিত আরো

পুলিশের বিরুদ্ধে মহিষ ছেড়ে দেওয়ার অভিযোগ জকিগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

নবীগঞ্জে নিহত কৃষক পরিবারের পাশে হবিগঞ্জের পুলিশ সুপার

সামান্থার প্রেমের গুঞ্জন জোরালো

জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে কী করতে হবে, জানালেন তামিম

ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ কারবারি আটক

৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ

নুডলস শ্বাসনালিতে আটকে প্রাণ গেল সাত মাস বয়সী ফাতেমার