বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে: মিয়া গোলাম পরওয়ার জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমির খসরু ২০০৬ সালের ২৮ অক্টোবর নৃশংস তান্ডবে বাংলাদেশ পথ হারিয়েছিল: মুহাম্মদ ফখরুল সিলেটে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই: জড়িত সন্দেহে সিএনজি চালক আটক হাসপাতাল থেকে ৯ দালাল আটক, ১৫ দিনের কারাদণ্ড যেভাবে অপহরণের ‘নাটক সাজান’ মুফতি মুহিব্বুল্লাহ, কী বলছে পুলিশ? রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে ৬ ঘন্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিরিকশা শ্রমিকরা ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ফের তুললেন ট্রাম্প জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যায় অভিযুক্তের স্বীকারোক্তি বিপিএলে দল পেতে আবেদন করল যে ১০ ফ্র্যাঞ্চাইজি
advertisement
খেলাধুলা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।

গত বছরের এপ্রিলে পাকিস্তানে লাল বলের কোচ হন গিলেস্পি। একইসঙ্গে সাদা বলের দায়িত্ব দেওয়া হয় গ্যারি কারস্টেনকে। কিন্তু বছর শেষ হওয়ার আগেই পদত্যাগ করে চমকে দেন তাঁরা। তখন ব্যক্তিগত কারণ উল্লেক করলেও পদত্যাগের পেছনে আকিবের হাত ছিল বলে মনে করেন গিলেস্পি।

ঘরের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি উপহার দেয় পাকিস্তান। চ্যাম্পিয়ন তকমা নিয়ে মাঠে নামলেও ৩ ম্যাচে দুই হারে আসর থেকে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। এমন ব্যর্থতার পর আকিবের বরখাস্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নিউজিল্যান্ড সফরের জন্যও তাঁকে বহাল রেখেছে পিসিবি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় আকিব বলেন, ‘গত আড়াই বছরে আমরা ১৬ কোচ ও ২৬ নির্বাচক বদলেছি। বিশ্বের যেকোনো দলের সঙ্গে এমনটা করলে, তাদের পারফরম্যান্সও একই হবে।’

আকিবের মুখে এমন কথা শুনে বেশ অবাকই হয়েছেন গিলেস্পি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেন, ‘এটা হাস্যকর। তিন ফরম্যাটের কোচ হতে আকিব পর্দার পেছনে থেকে গ্যারি ও আমার ক্ষতি করে যাচ্ছিল। সে একটা ভাঁড়।’

পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দুই বছরের চুক্তি করেছিলেন গিলেস্পি। কিন্তু বোর্ডের নানান কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে তাঁকে সরিয়ে দেওয়া হয় নির্বাচক প্যানেল থেকে। কারস্টেন চলে যাওয়ার পর অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দায়িত্বও সামলান তিনি। ওই সিরিজের পরই পদত্যাগ করেন ৪৯ বছর বয়সী এই কোচ। তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় আকিবকে।

এই সম্পর্কিত আরো

নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে: মিয়া গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমির খসরু

২০০৬ সালের ২৮ অক্টোবর নৃশংস তান্ডবে বাংলাদেশ পথ হারিয়েছিল: মুহাম্মদ ফখরুল

সিলেটে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই: জড়িত সন্দেহে সিএনজি চালক আটক

হাসপাতাল থেকে ৯ দালাল আটক, ১৫ দিনের কারাদণ্ড

যেভাবে অপহরণের ‘নাটক সাজান’ মুফতি মুহিব্বুল্লাহ, কী বলছে পুলিশ?

রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে ৬ ঘন্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিরিকশা শ্রমিকরা

ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ফের তুললেন ট্রাম্প

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যায় অভিযুক্তের স্বীকারোক্তি

বিপিএলে দল পেতে আবেদন করল যে ১০ ফ্র্যাঞ্চাইজি