বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

ঢাকার বিপক্ষে সহজ জয় বরিশালের

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেলো তামিম ইকবালের ফরচুন বরিশাল। বুধবারের দ্বিতীয় ম্যাচে বরিশালের কাছে টস হেরে ব্যাটিং এ নামে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা ঢাকা। ১৫.৩ ওভারে ১০ উইকেটে মাত্র ৭৩ রান করতে পারে তারা। দলের হয়ে এদিন সর্বোচ্চ ১৫ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা।


এবারের বিপিএল আসরের সর্বাধিক রান সংগ্রাহক তানজিদ তামিম এ ম্যাচে করেন মাত্র ৭। লিটন কুমার ১০, সাব্বির রহমান ৭, মোসাদ্দেক হোসেন ২ রান করেন।

ফরচুন বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন স্পিনার মোহাম্মদ নবী ও তানভির ইসলাম এবং পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ।

৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬.৩ ওভারে ১ উইকেটে সহজ জয় তুলে নেয় বরিশাল। তৌহিদ হৃদয় ৯ বলে করেন ১৫ রান। অধিনায়ক তামিম ইকবাল ২১ এবং ডেভিড মালান অপরাজিত থাকেন ৩৭ রানে।  ম্যাচসেরা হয়েছেন মাত্র ২ রানে তিন উইকেট নেয়া বরিশালের বাঁহাতি অফস্পিনার তানভির ইসলাম।

এই সম্পর্কিত আরো