বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বন্দর নগরীর দলটি। ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখের ফিফটিতে ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম।
টস হেরে আগে ব্যাট করতে করতে নামে ঢাকা। ঢাকার শুরুটা ভালো হতে দেননি চট্টগ্রামের পেসার শরীফুল ইসলাম। দলীয় ৬৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজধানীর দলটি।
অষ্টম উইকেট জুটিতে ৪৮ রানের কার্যকরী জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেন। তাতেই একশো পেরিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। তবে ১৯ ওভার ৪ বলে ১২২ রানে অলআউট হয় তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেন সাইফউদ্দিন। নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান। চট্টগ্রামের পক্ষে শরীফুল ও তানভীর ইসলাম নেন ৩টি করে উইকেট।
১২৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি চট্টগ্রাম। শুরুতে একটু দেখে-শুনেই খেলতে থাকেন দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ। ক্রমান্বয়ে ঢাকার বোলারদের দিকে আগ্রাসী হতে থাকেন তারা।
দুজনই ফিফটির দেখা পেয়েছেন। মাত্র ৩৬ বলে ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন রশিংটন। আর ৪০ বলে ৭টি চার ও ১টি ছয়ে ৫৬ রান করে অপরাজিত থাকেন নাঈম। দুজনের অপ্রতিরোধ্য ১২৩ রানের জুটিতে জয় নিশ্চিত হয়ে যায় চট্টগ্রামের।