বিদায়ের ক্ষণে ২০২৫। ক্রিকেটে নেতৃত্ব বদল, ফুটবলে প্রবাসী ঢেউ আর অন্যান্য খেলায় পদকের জোয়ার মিলিয়ে বছরটা ছিল হৃদয়ের পর্দায় ভাসা এক দীর্ঘ চলচ্চিত্র। ২০২৫-এ বাংলাদেশ ক্রিকেট দলের মাঠের পারফরম্যান্স মাঝারি মানের হলেও মাঠের বাইরের অস্থিরতা ছাপিয়ে গেছে সবকিছু। নারীদের ক্রিকেটে ছিল উজ্জ্বলতা ও ঝড় দুটোই। বিশ্বকাপ বাছাই উতরে মূল পর্বে জায়গা পেয়ে যায় দলটি, কিন্তু মূল আসরে জিততে পেরেছে কেবল পাকিস্তানের বিপক্ষে।
আর বছরের শেষ দিকে সেই নারী ক্রিকেটই তোলপাড়ের কেন্দ্রে। দলের বাইরে থাকা পেসার জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলে গোটা ক্রীড়াঙ্গনকে কাঁপিয়ে দেন। পুরুষ ক্রিকেটেও শান্তি ছিল না। বিতর্কিতভাবে ফারুক আহমেদকে সরিয়ে বিসিবির দায়িত্বে বসানো হয় সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে।
আমিনুলের দায়িত্ব নেওয়ার পেছনে ছিল সরকারের হস্তক্ষেপের অভিযোগ, ছিল অসন্তুষ্ট পরিচালকদের অনাস্থা। অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে তামিম ইকবালসহ ১৬ প্রার্থীর সরে দাঁড়ানো, কয়েকটি ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল আর আদালতের রিট মিলিয়ে বিসিবির নির্বাচন হয়ে উঠেছিল বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। শেষ পর্যন্ত নির্বাচনে ফিরে পরিচালক হন ফারুক, বোর্ডের সহ-সভাপতি।
১০০তম টেস্টে সেঞ্চুরি করে স্মরণীয় করে রেখেছেন মুশফিকুর রহিম। বিপিএলে ফিক্সিং তদন্তের জের টেনে সন্দেহভাজন কিছু ক্রিকেটার ও কর্মকর্তাকে বাদ দেওয়া হয়। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এক ফ্র্যাঞ্চাইজির মালিক সরে দাঁড়ালে হঠাৎ করে সেই দলের দায়িত্ব নিতে হয় বিসিবিকে।
মুশফিকের আগে শততম টেস্টে যারা সেঞ্চুরি করেছেন
ফুটবলের গল্পটা একেবারেই অন্যরকম। ব্রিটিশ নাগরিক হামজা চৌধুরীর অভিষেক বাংলাদেশের জার্সিতে এনে দিয়েছে এক নতুন যুগের সূচনা। ইংল্যান্ড, ইতালি, কানাডা ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তরুণদের আগমনে বদলে গেছে জাতীয় দলের চেহারা। ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়েও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। শেখ মোরসালিনের একমাত্র গোলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ। তবুও আনন্দে ফাঁক রয়ে গেছে। ৪৫ বছর পর এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন পূরণ হয়নি হামজা-জামালদের।
জানুয়ারিতে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ নজিরবিহীন বিতর্ক সৃষ্টি করেছিল। কিন্তু সেই কোচের অধীনেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। অনূর্ধ্ব-২০ দলও প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে। জুলাইয়ে নেপালে সাফ অনূর্ধ্ব-২০ জিতে দেশের জন্য গর্বের ট্রফি এনে দেয় মেয়েরা। ঘরোয়া ফুটবলে ২৩ বছর পর লিগ জিতেছে মোহামেডান।
অন্য খেলাগুলোয় ২০২৫ ছিল সাফল্যে ভরপুর। প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেখানে ২৪ দলের মধ্যে ১৭তম হয়ে ফিরেছে রাকিবুল-মেহরাবদের দল। জিতেছে চ্যালেঞ্জার ট্রফি। সবচেয়ে আলো ছড়িয়েছেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। ১৮ গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
নারী হকি দলও প্রথমবার এশিয়া কাপে অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছে। কাবাডিতে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছে নারী দল। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও পেয়েছে ব্রোঞ্জ। যুব এশিয়ান গেমসে নারী ও পুরুষ উভয় দলই এনেছে দুটি ব্রোঞ্জ। ভারত্তোলনে মারজিয়া আক্তার জিতেছেন তিনটি ব্রোঞ্জ। আর টেবিল টেনিসে জাবেদ আহমেদ ও খই খই মারমা জুটি এনে দিয়েছে রুপা। আর্চারিতে এশিয়া কাপের দ্বিতীয় লেগে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় বাংলাদেশি আর্চার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েছেন আবদুর রহমান আলিফ।