সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি মৃত্যুবরণ করা শরিফ ওসমান হাদির স্মরণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল। ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রাথমিক আনুষ্ঠানিকতা। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
এরপর শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাত ধরতে দেখা যায়। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠের চারপাশে একসঙ্গে উড়ে যায় প্রায় ২৫ হাজার বেলুন। একই সঙ্গে স্টেডিয়ামে প্রদর্শিত হয় ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’।
লাইট ফায়ারওয়ার্কের পর অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচের টস। টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স স্বাগতিক সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
এই ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। এতে নাচ ও গানের পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন ফুয়াদ মুকতাদির। প্রায় ৪৫ মিনিটব্যাপী এ আয়োজন শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।
এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও বিদেশি পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, পারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজারা।