আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছে দুই দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারীদের অধিনায়ক শাই হোপ। আর ব্যাট করতে নেমে মিরপুরের কালো পিচে আজ বেশ সংগ্রামই করতে হয়েছে টাইগার ব্যাটারদের। শুরুতেই দুই ওপেনার আউট হওয়ার পর চাপে পড়া বাংলাদেশকে বাঁচিয়েছে নাজমুল শান্ত-তাওহিদ হৃওদয় জুটি। হৃদয়ের ফিফটির পর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কণের ৪৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২০৭ রানের সংগ্রহ গড়তে সক্ষম হয় মেহেদী মিরাজের দল।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই দলে ফিরেছেন সৌম্য সরকার। আজ ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গীও ছিলেন তিনিই। তবে এ দুজনের উদ্বোধনী জুটিতে ৮ রানের বেশি স্কোরবোর্ডে ওঠেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন সাইফ।দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ড সাজঘরে ফেরান সাইফকে। আউট হওয়ার আগে তিনি ৬ বলে ৩ রান করেন
এদিকে সাইফ ফেরার পরের ওভারেই সাজঘরে ফিরেন আরেক ওপেনার সৌম্যও। একটি চার হাঁকিয়ে ভালো কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত আর তা হয়নি। তৃতীয় ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৌম্য। ফেরার আগে করেন ৬ বলে ৪ চার।
এ দুজন ফেরার পর ক্রিজে নাজমুল শান্তর সঙ্গী হন হৃদয়। দুজন মিলে জুটি গড়ে পরিস্থিতি সামলে নেন। মিরপুরের কালো পিচে ক্যারিবীয় বোলারদের সামলে স্কোরবোর্ডে রান তোলা কঠিনই হয়ে পড়েছিল এ দুজনের জন্য। তবে দেখেশুনে খেলে রানের চাকা সচল রেখেছিলেন এ দুজন।
শান্ত-হৃদয় মিলে তৃতীয় উইকেটে গড়েন ৭১ রানের জুটি। ব্যক্তিগত ৩২ রানে সাজঘরে ফিরেন শান্ত। তবে শান্ত ফিরলেও লড়েছেন হৃদয়। এরপর অঙ্কণের সঙ্গে তিনি গড়েছিলেন ৩৬ রানের জুটি। ৮৭ বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান হৃদয়। তবে ফিফটির পর আর নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ তুলে দিয়ে হোপের মুঠোবন্দী হয়ে আউট হন তিনি।
এরপর দলের হাল ধরেন অঙ্কণ। মিরাজের সঙ্গে তিনি গড়েন ৪৩ রানের জুটি। ২৭ বলে ১৭ রান করে মিরাজ ফিরলেও অঙ্কণ ছিলেন ফিফতির পথে। যদিও প্রথম ওয়ানডেতেই ফিফটির দেখা পাননি তিনি। ৪৬ রান করে ফিরতে হয় তাঁকে। এরপর শেষদিকে ক্যামিও ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। তার ১২ বলে ২৬ রানের ইনিংসের সুবাদেই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২০৭ রানের সংগ্রহ গড়তে সক্ষম হয় মেহেদী মিরাজের দল।