মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা হবে শাহজালালের (র.) মাজার থেকে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ব্যাপক প্রস্তুতি সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড ডিবির অভিযান - তারাপুর চা বাগান থেকে পিস্তল ও গুলি উদ্ধার ফুটবল মাঠে বন্দুক হামলা, নিহত ১১ চুনারুঘাটে দিনব্যাপী এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান নির্বাচিত হলে সিলেটকে দুর্নীতিমুক্ত করতে চান ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে: তাহসিনা রুশদীর লুনা
advertisement
বিশেষ প্রতিবেদন

‘ডাবল’ প্রার্থী

অগ্নিপরীক্ষায় সিলেট ও সুনামগঞ্জ বিএনপির ৬ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর সিলেট ও সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এখন বইছে তীব্র স্নায়ুযুদ্ধ। বিশেষ করে সিলেটের ১৯টি আসনের মধ্যে ৩টি আসনে বিএনপির ‘ডাবল’ বা একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় কে পাচ্ছেন চূড়ান্ত টিকিট, আর কাকে হতে হচ্ছে বঞ্চিত—তা নিয়ে চরম উত্তেজনা ও শঙ্কা বিরাজ করছে প্রার্থী ও সমর্থকদের মধ্যে। 
 
সিলেট জেলার একটি এবং সুনামগঞ্জের তিনটি আসনে বিএনপির মোট ছয়জন হেভিওয়েট প্রার্থী এখন দলের হাইকমান্ড থেকে চূড়ান্ত ‘গ্রিন সিগন্যাল’-এর অপেক্ষায় প্রহর গুনছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই ‘নার্ভ গেম’ চলবে।

সিলেট-৬: 
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার নিয়ে গঠিত সিলেট-৬ আসনে লড়াইটা মূলত জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরীর মধ্যে। ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেও ফয়সল আহমদ চৌধুরীকেও মনোনয়নপত্র দাখিলের নির্দেশ দেয় কেন্দ্র। বর্তমানে দুই প্রার্থীর সমর্থকরাই দাবি করছেন, তাদের নেতাই পাচ্ছেন ধানের শীষ।


সুনামগঞ্জ-১: 
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ-বিশ্বম্ভরপুর) আসনে প্রথম দফায় আনিসুল হককে প্রার্থী ঘোষণা করা হলেও পরবর্তীতে কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কামরুল অনুসারীদের তীব্র আন্দোলনের মুখে হাইকমান্ড এই সিদ্ধান্ত নেয় বলে গুঞ্জন রয়েছে। বর্তমানে দুই প্রার্থীই সমানতালে মাঠ চষে বেড়াচ্ছেন এবং ২০ জানুয়ারির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।


সুনামগঞ্জ-২: 
দিরাই-শাল্লা আসনে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সাথে লড়াইয়ে আছেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা তাহির রায়হান চৌধুরী পাভেল। শুরুতে নাছির চৌধুরীকে একক প্রার্থী মনে করা হলেও পরে পাভেলকেও মাঠে থাকার সবুজ সংকেত দেওয়া হয়। এই আসনে প্রবীণ বনাম নবীনের এই লড়াইয়ে কর্মী-সমর্থকদের মধ্যে চলছে নীরব স্নায়ুযুদ্ধ।


কেন এই কৌশল বিএনপির?

দলীয় সূত্র বলছে, নির্বাচন কমিশন কর্তৃক আইনি জটিলতায় বা কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে যেন আসনটি শূন্য না থাকে, মূলত সেই ‘ব্যাকআপ’ পরিকল্পনা থেকেই একাধিক প্রার্থী রাখা হয়েছে। তবে বাছাই পর্ব পেরিয়ে যাওয়ার পর এখন মূল চ্যালেঞ্জ হলো—দলীয় ঐক্য বজায় রেখে কাকে শেষ পর্যন্ত প্রত্যাহার করানো হবে এবং কাকে প্রতীক দেওয়া হবে।

কেন্দ্র থেকে শেষ পর্যন্ত কার হাতে ‘ধানের শীষ’ প্রতীক তুলে দেওয়া হবে, তা নিয়ে ঘুম নেই দুই শিবিরের নেতা-কর্মীদের। সাধারণ ভোটারদের মাঝেও কৌতূহল—শেষ হাসি কে হাসবেন? মাঠ পর্যায়ের কর্মীরা আশঙ্কা করছেন, দ্রুত একক প্রার্থী ঘোষণা না করলে অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে উঠতে পারে।


এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী জানান, দলীয় কৌশল হিসেবেই একাধিক প্রার্থী রাখা হয়েছে। তবে ভোটার ও নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই। যত দ্রুত সম্ভব কেন্দ্র থেকে চূড়ান্ত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

২০ জানুয়ারির সময়সীমা যত ঘনিয়ে আসছে, সিলেট ও সুনামগঞ্জের এই তিনটি আসনের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। এখন দেখার বিষয়, হাইকমান্ড শেষ পর্যন্ত কার ওপর আস্থা রাখে।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা হবে

শাহজালালের (র.) মাজার থেকে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার

কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ব্যাপক প্রস্তুতি

সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ডিবির অভিযান তারাপুর চা বাগান থেকে পিস্তল ও গুলি উদ্ধার

ফুটবল মাঠে বন্দুক হামলা, নিহত ১১

চুনারুঘাটে দিনব্যাপী এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

নির্বাচিত হলে সিলেটকে দুর্নীতিমুক্ত করতে চান ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে: তাহসিনা রুশদীর লুনা