সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
গণমাধ্যম

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের শোক

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ক্লাবের আহ্বায়ক ইসলাম আলী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আবুল হোসেন ছিলেন সিলেটের সাংবাদিকতার জগতে একজন নিবেদিতপ্রাণ ও অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা আরও বলেন যে, সাংবাদিক আবুল হোসেনের কর্মজীবন ও নীতিবোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এই সম্পর্কিত আরো