সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস কাল ডাকসু ভোট - ডাকসু নির্বাচনই হতে যাচ্ছে গণতন্ত্রের প্রথম পরীক্ষা ডাকসু নির্বাচনকে ঘিরে শেষমুহূর্তের বার্তা দিলেন উপাচার্য অনুশীলন স্থগিত - উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল অবৈধভাবে বালু উত্তোলনে ১৬ জনের কারাদণ্ড, একজন মুচলেকায় মুক্ত দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ গণপিটুনিতে একজনের মৃত্যু - বড়লেখায় অটোরিকশা চুরি করে পালানোর সময় ২ চোর আটক স্বরাষ্ট্র উপদেষ্টা - দর্গাপুজা উপলক্ষ্যে মদ-গাঁজার আসর বসানো যাবে না ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী
advertisement
রাজনীতি

নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত আ.লীগ ষড়যন্ত্র করছে : গয়েশ্বর

আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের দোয়া অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনকে ঘিরে শঙ্কা ও ষড়যন্ত্র রয়েছে। কিছু বিষয় দৃশ্যমান, কিছু বিষয় দৃশ্যমান নয়। তাই ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে। বর্তমানে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, যা একটি চলমান প্রক্রিয়া।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোগান্তির শিকার হলেও, বেগম খালেদা জিয়ার ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। তাকে গৃহহীন করা হয়েছে। তিলে তিলে তাকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করেছেন, করে যাচ্ছেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া সব খুন-হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে। সাম্প্রদায়িক শক্তি এবং পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এই সম্পর্কিত আরো