বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুবদল নেতা এনাম চিশতী ‘ষড়যন্ত্রের শিকার’, ক্ষোভ গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছিল সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার আনোয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা - খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু সিলেটে তিব্র হচ্ছে মশার উৎপাত,ডেঙ্গুসহ নানান রোগে আক্রান্ত জনসাধারণ জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ উত্তোলন
advertisement
রাজনীতি

নেত্রকোনায় নাসির উদ্দিন পাটোয়ারী

নতুন সংবিধান গঠন করতে না পারলে খুনি হাসিনা ফিরে আসবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে। 

তিনি বলেন, আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছি। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে। কারণ আমরা মনে করি, বাংলাদেশে যদি আমরা একটি নতুন সংবিধান গঠন করতে না পারি, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট সরকার বারবার ফিরে আসবে।

জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রোববার নেত্রকোনায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমাদের মুক্তিযুদ্ধে যে তিনটি শব্দ ছিল- সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। এই তিনটি শব্দকে ৭২ সালে আওয়ামী লীগ একদলীয়ভাবে বাদ দিয়ে তাদের পরিবারভিত্তিক, তাদের দলভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল। এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা গত ৫০ বছর ধরে বাংলাদেশের মুসলমানদের নিপীড়ন করেছে। আলেম সমাজকে জঙ্গি তকমা দিয়েছিল। আমাদের নারীদের ওপর অত্যাচার চালিয়েছে তারা। আমাদের পাহাড়ি ভাইদের ওপর অত্যাচার চালিয়েছে। বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে বাংলাদেশে তারা বিবাদের রাজনীতিতে ঠেলে দিয়েছিল।

‘আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি, শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে। যে সংবিধানে সাম্যের কথা থাকবে, মানবিক মর্যাদার কথা থাকবে, ন্যায় বিচারের কথা থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে। যে সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে।’

নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতেও আমরা দেশের স্বাধীনতা নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করবো না। তিনি অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধেরও দাবি জানান।

এছাড়া পথসভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ এনসিপির জেলা পর্যায়ের নেতারা।

সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ এবং কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

যুবদল নেতা এনাম চিশতী ‘ষড়যন্ত্রের শিকার’, ক্ষোভ

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছিল

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার আনোয়ার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

সিলেটে তিব্র হচ্ছে মশার উৎপাত,ডেঙ্গুসহ নানান রোগে আক্রান্ত জনসাধারণ

জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ উত্তোলন