বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আশ্চর্য হতে হয় কিছু কিছু ছেলে বলে ১৭ বছর বিএনপি কী করেছে। এটা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে। আরেহ.. ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। দুই দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।
সমাবেশে মির্জা আব্বাস বলেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না, একটু খেয়াল রাখা দরকার। আমরা বলতে কেবল বিএনপির কথা বলি নাই। সবার কথা বলছি আমি।
তিনি বলেন, কেউ কি বলতে পারবেন বিএনপির নেতা-কর্মীরা জেলে যায়নি? এমনকি তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) পর্যন্ত জেলে ছিল। তারা বিএনপিকে ক্রেডিট (কৃতিত্ব) দিতে চায় না। একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। সামনে দেশের দুর্দিন মারাত্মকভাবে এগিয়ে আসছে।
রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যে করিডোর দেশের উপকারে আসবে না, তা জনগণ চায় না। শেখ হাসিনার আমলে অনেক চুক্তি হয়েছে, যা জনগণ জানতে পারেনি। মানবিক করিডোর দিতে গিয়ে দেশের ক্ষতি হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। পৃথিবীর অনেক দেশই এমন চুক্তি করে ধ্বংসের মুখোমুখি হয়েছে।
তিনি বলেন, আমরা জানি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা জনগণের পক্ষেই আছি। জনগণের সমর্থন নিয়ে আমাদের আন্দোলন এগিয়ে যাবে। জনগণ আমাদের সঙ্গে থাকবে, আর জনগণের প্রতি আমাদের বিশ্বাস অটুট।