নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গে তাঁর কোনও ধরনের সম্পর্ক নেই বলে স্পষ্ট জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফিইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য দেন।
পোস্টে উমামা লেখেন, সবার উদ্দেশে একটা ছোট ঘোষণা দিতে চাই—আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে জড়িত নই। আমার অনেক পরিচিত এই দলটির সঙ্গে যুক্ত থাকলেও, ব্যক্তিগতভাবে আমার এনসিপির সঙ্গে কোনও সংশ্লিষ্টতা নেই। তাই অনুরোধ করব, এনসিপি বিষয়ক কোনো পরামর্শ, সাংগঠনিক আলোচনার প্রস্তাব কিংবা অন্য কোনো বিষয় আমার কাছে না পাঠালে ভালো হয়। এতে আপনাদের এবং আমার—দুই পক্ষেরই সময় সাশ্রয় হবে।