মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী মাওলানা হাবিবুর রহমান - জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ মির্জা ফখরুল - যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান সত্যিই প্রেম করছেন শ্রীলীলা? অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
advertisement
রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন দেন। 

কমিটিতে আকতার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র হিসেবে রাখা হয়েছে।
  
কমিটির তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করে লিখা হয় "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেওয়া হলো।"

কমিটির আহ্বায়ক আকতার হোসেন বলেন, আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ চাই। সিলেটবাসীর উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে, আপনারাই হচ্ছেন আমাদের মেরুদণ্ড। আপনারা বিগত দিন এই দেশের স্বার্থে , বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আমরা আশাবাদী আগামী দিনগুলাতেও আপনাদের সেই অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে এবং সেটা বাংলার ছাত্র সমাজ প্রত্যাশা করে। 

তাছাড়া উক্ত কমিটির মুখপাত্র মালেকা খাতুন সারা শ্যামল সিলেটকে বলেন, 'আমি গভীরভাবে কৃতজ্ঞ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সিলেট জেলার মুখপাত্র হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব কেবল আমার জন্য নয়, আমাদের প্রজন্মের জন্য একটি সুযোগ—বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকারের অধিকার নিশ্চিত করার।'

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈষম্যহীন একটি সমাজই আমাদের স্বপ্নের বাংলাদেশ। বিপ্লব এখনো শেষ হয়নি,দেশ সংস্কারের জন্য এই বিপ্লবে সিলেটের তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাই। আসুন,আমরা সবাই মিলে এমন একটি ভবিষ্যৎ তৈরি করি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা, এবং সুযোগ সমানভাবে নিশ্চিত হবে।

ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১২ জন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১৭ জন। সংগঠক ১১ জন ও সদস্য হিসেবে রয়েছেন ২২৮ জন।

এই সম্পর্কিত আরো

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি

খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী

মাওলানা হাবিবুর রহমান জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে

সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ

নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মির্জা ফখরুল যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন

জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান

সত্যিই প্রেম করছেন শ্রীলীলা?

অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান