বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশটাকে নতুন করে গড়তে হবে। একজন দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছে? তিনি সবসময় বলেছেন, এই দেশের মাটিই আমার ঠিকানা। আমি কোথাও যাব না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলের পৌর পার্ক সংলগ্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, কয়েকদিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। তাদের এসব মুনাফিকির জন্য, ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন। শিরকিদের, মুনাফিকদের ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে একমাত্র তারাই মানুষদের রক্ষা করতে পারবে।
তিনি বলেন, আমরা বলি ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সবার আগে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান নরসিংদীর পাঁচ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তার আগমন উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সভাস্থলে যোগ দেন।