বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতেই শাহজালালের (র.) মাজার জিয়ারতের পর্ব সেরে রেখেছেন। বৃহস্পতিবার সেখানকার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তার নির্বাচনি যাত্রা শুরু হবে।
এদিন দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে জনসভার মধ্য দিয়ে প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিনে তিনি আনুষ্ঠানিক গণসংযোগও করবেন।
পরদিন শুক্রবার সারাদেশে নির্বাচনি প্রচারাভিযানে অংশ নেবেন জামায়াত আমির।
জুলাই অভ্যুত্থানের সংগঠকদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচনি প্রচার শুরু হবে ঢাকায় তিন নেতার মাজার ও শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দলটির নেতারা তিন নেতার মাজার জিয়ারত করবেন। পরে হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবেন।
রংপুর থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার রাতে তিনি বলেন, “আমি রংপুরে মাওলানা কেরামত আলী জৈনপুরীর কবর জিয়ারত করব। আমার আম্মা, আব্বা এবং ভাই হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করব।”
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেন, বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাব এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে বরিশাল ৫ এর আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল মার্কার প্রচার শুরু করবেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে জমায়েত হয়ে তিনি গণসংযোগ শুরু করবেন বলে জানিয়েছেন সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়কারী আকবর খান।
গণসংহতি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক তাহসিন মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নির্বাচনি গণসংযোগের তথ্য দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী সাকি বৃহস্পতিবার সকাল ৯টায় বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে তার বাবার কবর জিয়ারত করে মাথাল মার্কার নির্বাচনি প্রচারণা শুরু করবেন।
গণসংহতি আন্দোলনের ১৭ জন প্রার্থী এবার মাথাল মার্কা নিয়ে নির্বাচনের মাঠে আছেন। সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিভিন্ন ইউনিয়নে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার চালাবেন বলে তাহসিন মাহমুদ জানিয়েছেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩ নির্বাচনি এলাকা থেকে প্রচার শুরু করবেন বলে দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফের ভাষ্য। বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাকি প্রার্থীরা যে যার মত শুরু করবেন।”
নীলফামারী-১ আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রার্থী। তিনি নির্বাচনি এলাকা থেকে প্রচারভিযান উদ্বোধন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাদেশে সফর করতে পারেন। নির্বাচনে তিনি প্রার্থী হননি।