শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাপা প্রার্থীদের চূড়ান্ত দৌড়: ওলটপালট হতে পারে নির্বাচনী অঙ্ক বাংলার লুথার কিং খুলল বাণিজ্যের নতুন দুয়ার: সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দরের আনুষ্ঠানিক পথচলা শুরু গোলাপগঞ্জে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক; নামে রয়েছে ১৩টি মামলা সিলেট-৫ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুদ্দীন খালেদ চুনারুঘাটে র‍্যাবের অভিযান: ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সিলেটে থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা বাড়ছে, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম চুনারুঘাটে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন তাহেরী জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বড়দিন উদযাপন; ওসির শুভেচ্ছা বিনিময়
advertisement
রাজনীতি

বাংলার লুথার কিং

তারেক রহমান। দেশের মানুষের কাছে এক আবেগের নাম। জীবনের ১৭টি বছর ছিলেন দেশছাড়া। কিন্তু অন্তরে লালন করেছেন নিজ দেশকে। জন্মভূমিকে। তাই তো দেশের মাটিতে শুরুতেই খালি পায়ে দাঁড়িয়ে জুড়িয়ে নিয়েছেন মন-প্রাণ। মাটির গন্ধ নিয়েছেন নিজ শরীরে। আবেগে ছুঁয়েছেন দেশের মাটি। বিমানবন্দর থেকে বরণস্থল- সর্বোচ্চ দশ মিনিটের পথ। কিন্তু সেই পথ পেরুতেই লেগে গেছে তিন ঘণ্টা। অগুনতি মানুষের আবেগের পরশ নিয়ে এগিয়েছেন। দেশকে নিয়ে অনেক স্বপ্ন। দেশের মানুষকে নিয়ে অনেক পরিকল্পনা তার। দেশের মাটিতে ফিরতে পারবেন কিনা- তা নিয়েও ছিল নানা অনিশ্চয়তা। ছিল জল্পনা-কল্পনা। সব জল্পনার ইতি ঘটিয়েছেন বড়দিনে। দিনটি শুধু বড়দিন নয়, তারেক রহমানের ফেরার শুভ দিনও। আর ১৭ বছরের নির্বাসিত জীবনের পর দেশে এসে ১৭ মিনিট বক্তব্য রেখেছেন। লাখ লাখ মানুষের চোখে তখন পানি। লোকে লোকারণ্য তিনশ’ ফিট তখন আবেগে ভাসছে। স্লোগানে স্লোগানে মুখরিত তিনশ’ ফিটের ১২ কিলোমিটার সড়ক। আর আশপাশে ছিল আরও লাখো মানুষ। 

অন্যদিকে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ তখন তারেক রহমানের দিকে। কেউ মোবাইল ফোনে, কোথাও কোথাও বড় পর্দায়, আর ঘরে ঘরে টিভিতে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে ছিল এই ৩৬ কোটি চোখ। পুরো বক্তব্যের সময়টুকু সারা দেশ ছিল নীরব নিস্তব্ধ। তারেক রহমানও এর প্রতিদান দিয়েছেন সঙ্গে সঙ্গে।  দেশে এসে প্রথমেই অসুস্থ মাকে না দেখে তিনি ছুটে গেছেন জনতার কাছে। জনতার ভালোবাসার প্রতিদান দিতে। তার মুখে উঠে আসে শান্তির কথা। সকল দল, মত, জাতি, ধর্মনির্বিশেষে সকলকে নিয়ে শান্তির দেশ গড়ে তোলার কথা। মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন বারবার। এ যেন এক বাংলার লুথার কিং। ১৯৬৩ সালের ২৮শে আগস্ট। এরপর ২০২৫-এর ২৫শে ডিসেম্বর। সময়ের দৌড়ে ৫৮ বছর। প্রায় ছয় দশক আগে একটি স্লোগান, একটি আওয়াজ সকলের নজর কেড়েছিল। আবেগে নাড়া দিয়েছিল বিশ্ববাসীকে। ২ লাখ ৪০ হাজার মানুষের সামনে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় উদার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আই হ্যাভ এ ড্রিম’। আমার একটি স্বপ্ন আছে। সেই স্বপ্নের কথা বলেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। অহিংস আন্দোলনের মাধ্যমে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের জন্য গড়ে তুলেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন। লিংকন মেমোরিয়ালের সামনে বিশাল জনস্রোতে লুথার কিং জুনিয়রের ভাষণ ভিত কাঁপিয়ে দিয়েছিল আমেরিকার তৎকালীন শাসকদের। প্রায় ছয় দশক পরে একই আওয়াজ দেশের মানুষ শুনতে পেয়েছে ঢাকার সন্নিকটে পূর্বাচলে। সতের বছর পর দেশের মাটিতে পা দিয়ে সতের মিনিটের বক্ততায় তিনি মার্টিন লুথার কিংকে স্মরণ করে বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। আমার একটি পরিকল্পনা আছে। আমেরিকার লিংকন মেমোরিয়ার কিং থেকে ঢাকার পূর্বাচল। একই প্রতিধ্বনি। লাখো মানুষের জনস্রোতে তারেক রহমান শুনিয়েছেন শান্তির বাণী। দিয়েছেন, নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক। ধর্ম-বর্ণনির্বিশেষে সকলকে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। বরণ মঞ্চে  তখন উপস্থিত বিএনপি শীর্ষ নেতা থেকে শুরু করে অন্যান্য দলের শীর্ষ নেতারা তখন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন তারেক রহমানের কথা। 


গণসংবর্ধনার এই মঞ্চের একক বক্তা ছিলেন তিনি।  বাংলাদেশকে নিয়ে তার ভাবনা বক্তব্যের শুরুতেই প্রকাশ করেন এভাবে-একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। বলেছেন, সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে। আর শুরুটা করেন- আমি রাব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তাঁর অসীম রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারে- ইনশাআল্লাহ। প্রিয় মাতৃভূমি একাত্তর সালে লাখো শহীদের রক্তের  অর্জনের কথা যেমন বলেছেন, তেমনি বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতা, সর্বস্তরের মানুষ, কৃষক-শ্রমিক, গ্রাম ও শহরের নারী-পুরুষ, মাদ্রাসা ছাত্রসহ দল-মতনির্বিশেষে সকল মানুষ স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল। ভুলেননি পঁচাত্তরে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদীদের হাত থেকে দেশকে রক্ষার কথাও। নব্বইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের কৃতিত্বও তুলে দেন এদেশের খেটে খাওয়া মানুষকে।  তারেক রহমানের কথা-বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। মানুষ চায় তারা মাথা উঁচু করে বাঁচতে। সকলে মিলে এমন দেশ গড়তে হবে। তারেক রহমান লাখো মানুষের সামনে উচ্চারণ করেন- আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে ইনশাআল্লাহ মানুষের সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি। কারও নাম উচ্চারণ না করে বিগত পনেরো বছরে হাজার হাজার মানুষ গুম ও খুনের শিকার হওয়ার কথাও বলেছেন। ২০২৪ সালে আমরা সেই ভয়াবহ দিনগুলো নিজের চোখে দেখেছি। আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। কয়েকদিন আগে ২০২৪ সালের আন্দোলনের সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছেন। হাদিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন। 

তারেক রহমান বলেন, ‘আজ আমার সঙ্গে এই মঞ্চে বহু জাতীয় নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মঞ্চে যারা আছেন, মঞ্চের বাইরে যারা আছেন আমরা সবাই মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেকোনো উস্কানির মুখে আমাদের ধীর ও শান্ত থাকতে হবে। আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে শান্তি চাই। আমি আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই ‘I have a plan for the people of my country, for my country. এই পরিকল্পনা দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।

৫৮ বছর আগে লুথার কিং ওয়াশিংটনে দাঁড়িয়ে বলেছিলেন- আমি স্বপ্ন দেখি এই জাতি একদিন জেগে উঠবে। ধর্মবিশ্বাসের সত্যকে জীবনে কাজে লাগাবে যে, আমরা এই সত্যিগুলোকে প্রমাণিত বলে মানি যে, সব মানুষকে সমান করে সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার তিনশ’ ফিটের  বরণ মঞ্চে বাংলার মানুষ দেখলো বাংলার লুথার কিংকে। যিনি তার স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়ে দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন থেকে নিজ দেশে এসেছেন। বাংলার মানুষকে নিজ চোখে দেখেছেন। স্বপ্নের কথা জানিয়েছেন। 

এই সম্পর্কিত আরো

জাপা প্রার্থীদের চূড়ান্ত দৌড়: ওলটপালট হতে পারে নির্বাচনী অঙ্ক

বাংলার লুথার কিং

খুলল বাণিজ্যের নতুন দুয়ার: সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দরের আনুষ্ঠানিক পথচলা শুরু

গোলাপগঞ্জে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক; নামে রয়েছে ১৩টি মামলা

সিলেট-৫ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুদ্দীন খালেদ

চুনারুঘাটে র‍্যাবের অভিযান: ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটে থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা বাড়ছে, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

চুনারুঘাটে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন তাহেরী

জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বড়দিন উদযাপন; ওসির শুভেচ্ছা বিনিময়