আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য ধর্মের লোকেরাও বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে সংসদ সদস্য (এমপি) পদে লড়বেন বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক গণসমাবেশে এমনটাই জানান তিনি।
জামায়াত আমির বলেছেন, দেশের আপামর জনগণ পুরোনো বস্তাপচা রাজনীতি আর চায় না। পরিবর্তনের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে দেবে না। যে সরকারের মদদপুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবে না। সমাজের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। নারী-পুরুষ সবাই সম্মানের সঙ্গে শান্তিতে এ সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হয়ে ভূমিকা রাখবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করবে, যাদের ওপর আস্থা রেখে তাদের বাছাই করে নেবে- আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। যদি জনগণ আমাদের বেছে নেয়, তবে আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদের সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদের সঙ্গে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ।
নির্বাচিত হলে কাউকে বাদ না দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়বে জামায়াত- এমন প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, সুযোগ পেলে আমাদের সরকার পরিচালনার ভিত্তি হবে, মহান আল্লাহতালাকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে, জনগণের সব আমানত তার কাছে নিরাপদ। জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না, সরকার তাদের অধিকার ঘরে পৌঁছে দিতে বাধ্য থাকবে। এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের গর্বিত ইতিহাস। আমরা দল-মত নির্বিশেষে সব মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই।
জামায়াত আমির বলেন, অনেকে কোণঠাসা করার চেষ্টা করে। তারা বলে- জামায়াত যেহেতু ইসলামী দল, সেই কারণে অন্য দলের লোকেরা তাদের হাতে নিরাপদ না। আমি মহান আল্লাহর ওপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম- ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে জামায়াতের কোনো নেতা কোনো অন্য ধর্মের লোকের ওপর জুলুম করেছে, ইজ্জতের ওপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদের তা বলে দিন। আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার তৌফিক দেন, তারা বাংলাদেশে নিরাপদ থাকবে এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ সংসদ সদস্য (এমপি) হবেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালায় না। আন্দোলন করেছি, জীবন দিয়েছি, কিন্তু আমরা দেশ ছেড়ে পালাইনি। কারণ আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি।