বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

নুরুল হকের ওপর হামলা

বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত, ৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকের সভায় বেশ কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বিচার বিভাগীয় তদন্তের নেতৃত্বে হাইকোর্টের একজন বিচারপতি থাকার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল
সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, কাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আগামীকাল বৈঠকে আলোচনা হবে বলে উল্লেখ করেছেন শফিকুল আলম। তিনি বলেন, কাল বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। আলাদা আলাদাভাবে তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ প্রধান উপদেষ্টা নুরুল হকের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন জানিয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা নুরুল হকসহ আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও প্রধান উপদেষ্টা বলেছেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। এ সময় বর্তমান পরিস্থিতিতে নির্বাচন বিষয়ে সরকারের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে। যথাসময়ে নির্বাচন হবে। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কোনো শক্তিই নির্বাচনকে থামাতে পারবে না।

এ সময় নুরুল হককে লাঠিপেটার ভিডিও চিত্রে দেখা যাওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তির বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, ‘এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি, উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। উনি ডিউটিতেই ছিলেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এই সম্পর্কিত আরো