ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ‘বোমা’ থাকার খবরে চরম নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন যাত্রীরা।
শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বিজি ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। ফ্লাইটে থাকা সব যাত্রীদের নামিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর যুগান্তরকে জানান, ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। তাৎক্ষণিক যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।
তিনি জানান, বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথম দফায় তল্লাশি করে বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। আবারো তল্লাশি চালানোর পর নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট ছেড়ে দেওয়া হবে।