সিলেটে নিজ দলের কর্মীদের হাতে লাঞ্ছিত স্বেচ্ছাসেক দলের নেতা মিজানকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সিলেট মহনগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আফছর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিস্কারাদেশে মিজানকে শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দায়ী করে বলা হয়েছে, তাকে সবধরনের দলীয় পদপদবী থেকে অব্যাহতির পাশাপাশি বহিস্কার করা হল।
সিলেট মহানগর স্বেচ্ছসেবক দল এয়ারপোর্ট থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমদাদুল ইসলাম মিজানকে ছিনতাইকারী হিসাবে উল্লেখ করে বুধবার সন্ধ্যায় নগরীর দর্শনদেউড়ী এলাকায় তার দলীয় কর্মীরা লাঞ্চিত করে। তাকে তার মাথা ন্যাড়া করে দেয়া হয়।
আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বৃহস্পতিবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী জানিয়েছিলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর তারা যতদ্রুতসম্ভব সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত অবগত করবেন।
তবে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ’ ছাড়া আর কিছুই বিস্তারিত উল্লেখ করা হয়নি।
এদিকে মিজানকে বহিস্কার করা হতে পারে- এমন একটা শঙ্কার কথা জানিয়ে বৃহস্পতিবার রাত থেকেই ফেসবুকে কেউ কেউ স্ট্যাটাস দিয়েছেন যাতে তার প্রতি সমবেদনার কথাই প্রকাশ হয়েছে।