রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক আইজিপি সুনামগঞ্জের আব্দুল্লাহ আল মামুনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার ও গ্রেফতারর দেখানোর পৃথক আবেদন করেন। এদিন শুনানি উপলক্ষে তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুর করার আবেদন জানান।
আব্দুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড আবেদন নাকচ করে জামিন চেয়ে আবেদন করেন।
মামুনের মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় মো. রাসেল গুলিতে নিহত হন। পরে মামলা রজ্জু হয়।
আদালত সূত্র জানায়, যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায় মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।