বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অতীতের মতো পাতানো নির্বাচন হলে ধ্বংসের দিকে যাবে দেশ: নায়েবে আমির ৬ লাখ ৭৭ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ ৩৫ জেলায় শনাক্ত নিপা ভাইরাস গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এমরান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াত আমিরের সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ - আসন্ন নির্বাচনে সর্বোচ্চসংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন চার দিনের লম্বা সফরে ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০ কেন্দ্রের ফল: এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী, জকসু নির্বাচন ডিসেম্বরে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় আমিরাত বাহরাইনে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন গোলাপগঞ্জের যুবক
advertisement
জাতীয়

শীতজনিত রোগ

সব হাসপাতালে জরুরি নির্দেশনা

শীত মৌসুমে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের সব হাসপাতালে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।


সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের ভাঙা জানালা, দরজা কিংবা যেসব স্থান দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে সেগুলো দ্রুত মেরামত ও সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।


নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শীতকালীন রোগের চিকিৎসায় নেবুলাইজার সল্যুশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে রোগীর অভিভাবকদের শীতকালীন রোগ প্রতিরোধ ও প্রাথমিক করণীয় বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দেয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া প্রতিদিন শীতকালীন রোগ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কন্ট্রোল রুমে পাঠাতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারি করার নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

অতীতের মতো পাতানো নির্বাচন হলে ধ্বংসের দিকে যাবে দেশ: নায়েবে আমির

৬ লাখ ৭৭ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ

৩৫ জেলায় শনাক্ত নিপা ভাইরাস

গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এমরান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামায়াত আমিরের সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ আসন্ন নির্বাচনে সর্বোচ্চসংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

চার দিনের লম্বা সফরে ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান

সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০ কেন্দ্রের ফল: এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী, জকসু নির্বাচন

ডিসেম্বরে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় আমিরাত

বাহরাইনে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন গোলাপগঞ্জের যুবক