বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি।এর আগে ৮টা ০৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন তারেক রহমান। তার সঙ্গে বিমানবন্দরে উপস্থিত আছে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। 

বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে তারেক রহমানের গাড়ির বহরে থাকা লন্ডন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরিয়া ইসলাম শ্যামল সিলেটকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিমানবন্দরে এগিয়ে দিতে গাড়ির বহর নিয়ে বিপুল পরিমাণ নেতাকর্মী পেছনে রয়েছেন।


দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাকে বহনকারী বিমান লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এই সম্পর্কিত আরো