ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সেটি খাঁচা বেরিয়ে যায়।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই রয়েছে। তার গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে। অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবস করার ব্যবস্থা করা হবে।
সিংহটি কীভাবে বাইরে গেল— এমন প্রশ্নে তিনি জানান, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। কারণ গ্রিল ভাঙা বা ফাঁকা নেই। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি।
তিনি আরও বলেন, ঘটনার পর চিড়িয়াখানার ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বের করে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে।
ঘটনাটি ঘটেছে বিকেল পৌনে ৫টার দিকে। তখন এমনিতেই দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার সময়। ঘটনা ঘটার পর দর্শনার্থীদের বের করে দেওয়া হয়। চিড়িয়াখানা বন্ধের কাছাকাছি সময়ে হওয়ায় দর্শনার্থীরা বুঝতে পারেননি কেন তাদের বের করা হয়। এতে কোনো দুর্ঘটনাও ঘটেনি।
প্রসঙ্গত, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে।