শনিবার, ২২ নভেম্বর ২০২৫
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ, যেখানে কোনো পরিকল্পনা ছাড়াই মাত্র এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা পর্যন্ত ভবন নির্মিত হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, পুরান ঢাকার শত বছরের পুরনো ভবনের ঐতিহ্য রক্ষা করতেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজউক। এ সময় বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, কসাইটুলীর একটি ভবনের রেলিং ভূমিকম্পে ভেঙে পড়েছে। আগামী সাত দিনের মধ্যে যদি ভবনের নকশা দেখাতে ব্যর্থ হয়, তবে সেই ভবন সিলগালা করা হবে। তিনি বলেন, এক কাঠারের নিচে কোনো প্ল্যান আমরা দিই না। যারা জোর করে করছে, তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। তবুও কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ নিচ্ছে।

তিনি পরামর্শ দেন, কম জমিতে থাকা পুরনো বা উঁচু ভবন ভেঙে কয়েকটি প্লট একত্রিত করে নতুন ভবন নির্মাণ করলে আপাতত কিছু ক্ষতি হলেও ভবিষ্যতে নতুন ভবনের সুবিধা তাদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে ক্ষতি করবে না। 

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) ঢাকায় ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে ও হেলে পড়ে। এতে পুরান ঢাকার কসাইটুলীর একটি ভবনের রেলিং ধসে ৩ জনসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। আহত হন সাড়ে ৫ শতাধিক মানুষ, যারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত সরকারি হাসপাতালে মোট ৫৫০ জনের বেশি আহতের চিকিৎসা করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো