ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘পোর্তো বিজনেস স্কুল’ (PBS) দক্ষিণ এশিয়ায় তাদের শিক্ষার্থী ভর্তি ও প্রসারের লক্ষ্যে ‘ট্রাভেলারকি’ (Travelerkey)-কে অফিসিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে নিয়োগ প্রদান করেছে। এই চুক্তির ফলে এখন থেকে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় পোর্তো বিজনেস স্কুলের শিক্ষা কার্যক্রমের প্রচার এবং শিক্ষার্থী ভর্তির সব ধরনের দাপ্তরিক কাজ পরিচালনা করবে ট্রাভেলারকি।
অংশীদারিত্বের লক্ষ্য ও কার্যক্রম: এই সহযোগিতার আওতায় ট্রাভেলারকি দক্ষিণ এশিয়ায় পোর্তো বিজনেস স্কুলের প্রতিনিধিত্ব করবে। যার মধ্যে রয়েছে—বিপণন ও প্রচার, স্টুডেন্ট অ্যাডমিশন কনসালটেন্সি এবং শিক্ষার্থীদের গাইডেন্স প্রদান। বিশ্বমানের পর্তুগিজ শিক্ষা ব্যবস্থায় দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে স্কুলের ব্র্যান্ড ইমেজ আরও সুসংহত করাই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।
পিবিএস ডিন-এর বক্তব্য: পোর্তো বিজনেস স্কুলের ডিন এবং এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট মিস্টার জোসে এস্টিভস এই অংশীদারিত্বের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমরা ডাল্টন জহির এবং ট্রাভেলারকি-কে আমাদের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত। পর্যটন ও আতিথেয়তা খাতে তার দীর্ঘ চব্বিশ বছরের অভিজ্ঞতা আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থী সম্প্রদায় সম্প্রসারণে অমূল্য ভূমিকা রাখবে।"
ডাল্টন জহিরের আন্তর্জাতিক অর্জন: ট্রাভেলারকি-র প্রতিষ্ঠাতা এবং সিইও ডাল্টন জহির বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। সম্প্রতি তিনি ‘ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইনস ইনকর্পোরেটেড’-এর ইউরোপের প্রেসিডেন্ট এবং পর্তুগালের প্রধান হিসেবেও নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি এফবিসিসিআই (FBCCI)-এর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক কমিটির সহ-চেয়ারম্যান এবং টিডিএবি (TDAB)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পোর্তো বিজনেস স্কুলের আন্তর্জাতিক অবস্থান: বিশ্বের শীর্ষস্থানীয় বিজনেস স্কুলগুলোর মধ্যে পিবিএস অন্যতম। এটি তিনটি প্রধান আন্তর্জাতিক স্বীকৃতি—AMBA, AACSB এবং EFMD অর্জন করেছে। ফিন্যান্সিয়াল টাইমস (FT) এর র্যাঙ্কিং অনুযায়ী এটি অনলাইন এমবিএ-তে বিশ্বে ৮ম এবং ইউরোপীয় বিজনেস স্কুল হিসেবে ২৫তম অবস্থানে রয়েছে। ২০২৩ সালে স্কুলটি প্রথম পর্তুগিজ স্কুল হিসেবে বিজিএ (BGA) স্বীকৃতি লাভ করে।
ভবিষ্যৎ পরিকল্পনা: পিবিএস-এর ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মিস্টার জোয়াও কোয়েলহো ডি ম্যাগালহায়েস এবং হেড অফ অ্যাডমিশন অ্যাঞ্জেলিক গার্সিয়া আসন্ন একাডেমিক সেশনে দক্ষ ও মেধাবী শিক্ষার্থী ভর্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইউরোপের উচ্চশিক্ষার দ্বার আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডাল্টন জহির পর্তুগাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবেও কর্মরত। তার এই নতুন দায়িত্ব আন্তর্জাতিক নেতৃত্বের ক্ষেত্রে বাংলাদেশের জন্য এক বিশাল সম্মান বয়ে এনেছে।